স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে বিপাকে পড়লেন বিধায়িকা মিমি মজুমদার। ফেইসবুকে করলেন শোক জ্ঞাপন। খবরটি অসত্য বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন খবরটি অসত্য।
এ ধরনের মিথ্যা অপপ্রচার যেন কেউ না ছড়ায়। বর্তমানে মন্ত্রী এন সি দেববর্মার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের তত্ত্বাবধানে জিবি হাসপাতালে রয়েছেন তিনি। তাই অযথা কেউ গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে নেতৃত্ব। তবে প্রশ্ন উঠছে একজন বিধায়িকা এভাবে অপপ্রচার করার পেছনে মূলত কী রহস্য রয়েছে। আর যদি তিনি ভুল কারণে সামাজিক মাধ্যমে অপপ্রচার করে থাকেন, তাহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে কেন একজন জনপ্রতিনিধি হয়ে খবর যাচাই না করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এতে মানুষ বিভ্রান্ত হওয়ার মতো সম্ভাবনা থাকে। বিধায়িকার এ ধরনের অপপ্রচার মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে।