স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : ‘উমাকান্ত একাডেমী এলামনি’ উদ্যোগে এবং বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রদের সহযোগিতায় আগামী ১৫ ডিসেম্বর উমাকান্ত একাডেমীর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা উমাকান্ত মাঠ থেকে যাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একাডেমী প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে।
বুধবার উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান উমাকান্ত একাডেমীর এলামনির সম্পাদক শুভাশিস মজুমদার। শুভাশিস মজুমদার আরো জানান, এদিন সকাল ১১ টায় একাডেমীর মিলনায়তন, ‘স্বামী বিবেকানন্দ প্রক্ষাগৃহ’-এ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কর্মসূচি। এই অনুষ্ঠানে বর্তমান ছাত্রদের দ্বারা পরিবেশিত হবে সংগীত, নৃত্য ও আবৃত্তি। এছাড়াও এলামনির উদ্যোগে বিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হবে। আরো জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কিছু দিন আগে অনুষ্ঠিত হয়েছে ‘বসে আঁকো’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিচারকদের রায়ে ‘সেরা একুশ’-এ নির্বাচিত হয়েছে, তাদেরকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান উমাকান্ত একাডেমী এলামনির সম্পাদক।