Monday, January 13, 2025
বাড়িরাজ্যজনজাতি সুরক্ষা মঞ্চের ঘোষিত কর্মসূচির তীব্র প্রতিবাদ কংগ্রেসের

জনজাতি সুরক্ষা মঞ্চের ঘোষিত কর্মসূচির তীব্র প্রতিবাদ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : জনজাতির সুরক্ষা মঞ্চ কর্তৃক ঘোষিত জামায়াতের তীব্র বিরোধিতা করলো প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এস টি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দাবি তোলে আগামী ২৫ ডিসেম্বর যে জমায়েতের ডাক দিয়েছে এর বিরোধিতা জানায় কংগ্রেস।

তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের মতো পবিত্র দিনে এ ধরনের জমায়েত অত্যন্ত উস্কানি মূলক হবে। জনজাতি সুরক্ষা মঞ্চে এ ধরনের জমায়েত ডাকার পেছনে শাসক দলের ছত্রছায়া রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া দরকার। এটা রাজ্যের জন্য ঐক্যতা নষ্টের চেষ্টা। জমায়েতের কর্মসূচি যাতে প্রতিহত করে সরকার তার জন্য দাবি জানান তিনি। জনজাতি সুরক্ষা মঞ্চের সমালোচনা করে তিনি আরো বলেন, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে ঐক্যতা নষ্ট হতে পারে রাজ্যের।

 আরো বলেন, অসাংবিধানিক কথা বলে রাজ্যে ঐক্যতা নষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি এক সাম্প্রদায়িক ইস্যু টেনে বলেন, গত কয়েকদিন আগে বিলোনিয়া সীমান্ত এলাকার ঢিমাতলীর এক মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। হুইলিয়ার জারি করে বলে হয়েছে নামাজ পড়া যাবে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো গত রবিবার ব্লক ভিত্তিক মেলা হয় মসজিদ প্রাঙ্গনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, সারাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে এ সরকার। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। বিলোনিয়ায় এই ঘটনার তদন্তের দাবি করেন তিনি। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি করেন। যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কারোর ধর্মীয় আঘাত না হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য