স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : বাইক এবং পিকাপ গাড়ির সংঘর্ষে গুরুতর আহত জাগির মিয়া ও জামসাদ মিয়া নামে দুজন। ঘটনা নতুনবাজার থানাধীন ফায়ার সার্ভিস এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, বাইক আরোহী নতুনবাজার থেকে ডেপাইছড়ি যাবার পথে ফায়ার সার্ভিস এলাকায় একটি পিকাপ গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গুরুতর ভাবে আহত হয় বাইকে থাকা দুই জন।
তৎক্ষণাৎ অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়ে অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে পিকাপ গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।