স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : ভীমরুলের কামড়ে আহত কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র – ছাত্রী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, কলেজ সংলগ্ন ডি ডব্লিউ এস দপ্তরের ট্যাংকির উপর ভীমরুলের চাক বাঁধা আছে।
সেখানে হয়তো পাখি বা কিছু নাড়া দেওয়ায় এদিন এই ঘটনা সংঘটিত হয়েছে। ছাত্র-ছাত্রীরা জানায়, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে ভীমরুল এসে কলেজে আসা বেশ কিছু ছাত্র ছাত্রীকে কামড় দেয়। পরবর্তী সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। যারা আহত হয়েছে তারা অধিকাংশই প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।