স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : সরকার সহায়ক মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ ছিল। কিন্তু বিগত সরকারের সময়ে তারা এই দাবি তুলে মিছিলের লাইন লম্বা করে কৃষকদের বিভ্রান্ত করেছে। বর্তমান সরকার ২০১৮ সালের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তাদের দেওয়া এই প্রতিশ্রুতি পালন করেছে। সোনামুড়ার বৈরাগীবাজার নাট মন্দিরে সরকারি সহায়ক মূল্যে কৃষকদের ধান ক্রয় কর্মসূচির সূচনা করে একথা বলেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈরাগীবাজার নাট মন্দির সংলগ্ন স্থানে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। এই মরসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ক্রয় করা হচ্ছে ২১ টাকা ৮৩ পয়সা মূল্যে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টি নিয়ে নাম না করে বিরোধীদের কঠাক্ষ করেছেন। বলেছেন তাদের সময় সরকার কৃষকের ধান কিনুক এই দাবিই শুধু করা হতো। আর তাদের দিয়ে মিছিল করানো হতো। অথচ ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মন্ত্রীসভার বৈঠকেই কৃষকের ধন ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দ্রুত কার্যকরী হয়। মন্ত্রী বলেন সরকারি ভাবে কৃষকের ধান ক্রয়ের পরিমানের লক্ষমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মরসুমে ৫০ হাজার মেট্রিকটন ধন কৃষকদের কাছ থেকে ক্রয় করার লক্ষমাত্রা রেখেছে সরকার। কোন রকম মধ্যস্বত্ত ভোগী ছাড়া সহায়ক মূল্যে সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ , সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , অতিরিক্ত জেলা শাসক জে .ভি দোয়াতি, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন জহরলাল ঘোষ সহ খাদ্য ও কৃষি দপ্তরের আধিকারিকরা।