স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বরকাঠাল বাজারের এক দোকানে স্কুল ছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী। স্থানীয়রা এই ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় গাঁজা বিক্রেতার বাড়ি সিধাই মোহনপুরে।
অভিযোগ মোদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছিল। সোমবার এক স্কুল ছাত্রের কাছে গাঁজা বিক্রি করার সময় উপস্থিত স্থানীয়রা হাতে ধরা পড়ে এই গাঁজা বিক্রেতা। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে সিধাই থানার পুলিশ। তারপর স্থানীয়রা যুব সমাজ ধ্বংসকারী এই গাঁজা কারবারিকে তুলে দেয় সিধাই থানার পুলিশের হাতে। স্কুল ছাত্রের কাছে গাঁজা বিক্রির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় পুলিশ এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে।