স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : সি এ বি -কে সি এ এ করার বিষয়টি কালো আইন বলে মনে করছে নেসো। এরই প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয় নেসো।
দাবি তুলে সিএএ যাতে গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে তুলে নেওয়া হয়। কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সি এ এ জন্য যাতে কাউকে দেশ থেকে বিতাড়িত না হতে হয় তার জন্য এই দাবি তোলা হয়েছে বলে জানান টি এস এফ -এর এডভাইজার উপেন্দ্র দেববর্মা।