স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বিশালগড়ের বাইপাস সড়কে ২ ডিসেম্বর একটি মুড়ি বোঝাই গাড়ির চালকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারিরা। এই ঘটনায় পুলিশ শুভঙ্কর দাস নামে এক নিরীহ যুবককে আটক করে।
তারই প্রতিবাদ জানিয়ে শুভঙ্কর দাসের মুক্তি ও মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিশালগড় থানা ঘেরাও করে সরকারটিলা এলাকার প্রমিলা বাহিনী। এলাকার প্রমীলা বাহিনীর দাবি নিরীহ যুবক শুভঙ্কর দাসকে মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তার করতে হবে আসল ছিনতাইকারিদের। এলাকাবাসিরা শ্যামল শীল নামে এক ছিনতাইকারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাকে ছেড়ে দেয়। এইদিন এলাকার প্রমিলা বাহিনী হুমকির সুরে বলেন শুভঙ্কর দাসকে ছাড়তে হবে। অন্যথায় থানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।