স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক মৃত্যু স্বামী-স্ত্রীর। ঘটনা উদয়পুরে। নিহত দম্পতির নাম বীনা জমাতিয়া এবং এলিও জমাতিয়া। গৃহবধূ বীনার বাপের বাড়ি মনুবাজার এবং তার স্বামী এলিও -র বাড়ি বিশ্রামগঞ্জে।
জানা যায় তারা জন্মদিন থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনায় পড়ে। তাদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে যায় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুষ্পষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। দম্পতির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবার পরিজন।