স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা রবিবার সন্ধ্যায় মন্দির নগরী উদয়পুরের নানুয়া দিঘির পাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম অমর নিউগি। জানা যায় আগরতলা থেকে সাব্রুম গামী রেলের নিচে কাটা পড়েছেন তিনি।
মৃত ব্যক্তির পুত্রবধূ জানান রাত্রি ৮ টার সময় ওনারা ঘটনা প্রত্যক্ষ করেছেন। মৃত অমর নিয়োগী পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। ওনার দুই ছেলে রয়েছে। এইদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।