স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বিজেপির ওবিসি মোর্চার ধলাই জেলার সহ-সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ। মামলা হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ওবিসি মোর্চার জেলার সহ-সভাপতি প্রদীপ দেবনাথের। ঘটনা সালেমা ডাববাড়ি এলাকায়।
জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতেরবেলা প্রদীপ দেবনাথ এলাকায় এক বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার সময় পাঁচজন দুষ্কৃতি প্রদীপ দেবনাথকে আটক করে হামলা করে বলে অভিযোগ। অভিযোগ এলাকার ধর্মেন্দ্র দেবনাথ, মৃদুল দেবনাথ, অজিত দেবনাথ, জগদীশ দেবনাথ, সুজিত দেবনাথ সহ পাঁচ থেকে সাতজনের দুষ্কৃতী দল তাকে আটক করে মারধর করে এবং খুনের চেষ্টা করে বলে অভিযোগ। পরে কার্যকর্তাদের সহায়তায় প্রাণে রক্ষা পায় প্রদীপ দেবনাথ। পাঁচজনের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। সোমবার ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমনই অভিযোগ করলেন প্রদীপ দেবনাথ।