Thursday, January 16, 2025
বাড়িরাজ্যপূর্বপুরুষদের দেওয়া সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

পূর্বপুরুষদের দেওয়া সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : বাংলা সংস্কৃতি বলয়ের ব্যতিক্রমী ভাবনায় প্রথম “সাপ্তাহিক সংস্কৃতি হাট”-এর উদ্বোধন হয়। রাজধানীর অদূরে নন্দননগর সেনপাড়া এলাকায় রবিবার এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সাপ্তাহিক হাটে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন প্রতি রবিবার এই হাট বসবে। এতে করে উপকৃত হবে সাধারণ মানুষ। তবে সংস্কৃতি হল মানুষের জীবনের অলংকার।

সংস্কৃতির ছাড়া বাঁচা যায় না। পূর্বপুরুষদের দেওয়া সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজকে অন্যদিকে ধাবিত হলে চলবে না। এ বিষয়ে তাদের স্মরণ করিয়ে দিতে হবে। যুব সমাজের দায়িত্ব হবে সংস্কৃতিকে ধরে রাখা এবং কোনোভাবে বিলুপ্ত হতে না দেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন পুরনো খেলাধুলা গুলি ফিরিয়ে আনতে হবে। কারণ এই খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। ক্রিকেট খেলার পাশাপাশি পুরনো সেইসব খেলা গুলি প্রতি আগ্রহী করতে হবে ছেলেমেয়েদের। তারা এই খেলা গুলি অলিম্পিকও হয় না। সুতরাং অতীতের সংস্কৃতির খেলাধুলা ফিরিয়ে আনতে হবে বলে অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে তিনি প্রদর্শনী স্টল গুলি পরিদর্শন করেন। এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনেও চলবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য