স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : দেশের সব অংশের মানুষ উন্নত না হলে, আত্মনির্ভর না হলে ২০৪৭ সালে ভারত বিকশিত রাষ্ট্রে পরিনত হবে না। একারনেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যপী শুরু করেছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা। দেশের যে সমস্ত জনগণ কোন কারনে এখনো বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেননি তাদেরকে সেই সুবিধার আওতায় নিয়ে আসার জন্যই এই অভিযান। আজ মেলাঘরে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
মেলাঘর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই কর্মসূচি। স্থানীয় জগন্নাথ বাড়ি মাঠ থেকে শুরু হয় সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার গাড়ি আই ই সি ভ্যানের যাত্রা। পুজো শেষে নারকেল ভেঙে ভ্যানটিকে যাত্রা করানো হয়। ভ্যান সহ একটি বর্ণাঢ্য শুভাযাত্রা জগন্নাথ বাড়ি থেকে মেলাঘর বাজার প্রদক্ষিণ করে শেষ হয় মেলাঘর কালীবাড়ি মাঠে এসে । শুভাযাত্রায় প্রদর্শিত হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্প, নারী স্বশক্তিকরন, স্বচ্ছ ভারত ইত্যাদি বিষয়ের ওপর ট্যাবলো। শুভাযাত্রায় পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্য অতিথিরা। কালীবাড়ি মাঠে আয়োজিত হয়েছে ক্ষেত্র পর্যায়ের প্রশাসনিক শিবির।শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, সিনিয়র ডি.সি ভাস্বর ভট্টাচার্যী, সোনামুড়ার মহকুমা শাসক মানিকলাল দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পালা রায় প্রমুখ। শিবিরে বিভিন্ন দপ্তরের তরফে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় ।
এদিন, বিকশিত ভারত সংকল্প যাত্রা’র ভ্রাম্যমান সচেতনতামূলক ভ্যান এর পরিক্রমা আজ থেকে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকাতে শুরু হয়েছে।
আজ সকালে কুমারঘাট ব্লক এলাকার দক্ষিণ ঊনকোটি এ ডি সি ভিলেজে ভ্যানটি পৌঁছলে অসংখ্য নারী-পুরুষ একে স্বাগত জানান। জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই শঙ্খধ্বনি দেন। তাছাড়া ২০৪৭ সালের ভারতকে উন্নত ও শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিগণিত করার অঙ্গীকার বাক্য পাঠ করা হয়।কুমারঘাটের বি ডি ও ডাঃ সুদীপ ভৌমিক জানান, ব্লক এলাকার ২৫ টি গ্ৰাম পঞ্চায়েত ও ৯ টি এ ডি সি ভিলেজে প্রচার ভ্যানটি যাবে।
এছাড়া, ধলাই জেলার মনু ব্লকের জামির্ছড়া এ ডি সি ভিলেগে এদিন এই সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়|