Saturday, January 18, 2025
বাড়িরাজ্যমানবাধিকার রক্ষায় পুলিশ প্রশাসনকে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : রাজ্যপাল

মানবাধিকার রক্ষায় পুলিশ প্রশাসনকে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : ভারতের সংবিধান দেশের নাগরিকদের বিভিন্ন অধিকার দিয়েছে। এবং দেশের বিভিন্ন আইনী সংস্থা অধিকার রক্ষার জন্য কাজ করছে। কিন্তু তারপরেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার রক্ষায় সব অংশের মানুষকে এবং পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আগামী দিনে।

 রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক মানব অধিকার দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে এ কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু। এবারের আন্তর্জাতিক মানব অধিকার দিবসের মূল থিম হলো ‘কনসোলিডেটিং অ্যান্ড সাস্টেনিং হিউম্যান রাইটস কালচার ইন টু দ্য ফিউচার’।

এদিনের অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গঙ্গাপ্রসাদ প্রসেইন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্যপাল বলেন, রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে গ্রাম ও নগর এলাকার মানুষকে তাদের অধিকারের বিষয়ে সচেতন করতে হবে। এদিকে অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়ের দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। ছাত্রছাত্রীসহ সমাজের সমস্ত অংশের নাগরিকদের এ বিষয়ে সচেতন করে তুলতে পারলেই মানবাধিকার রক্ষা করা সম্ভব হবে। আমাদের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গঙ্গাপ্রসাদ প্রসেইন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করা আমাদের সকলের কর্তব্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের সমান অধিকার রয়েছে। বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মানবাধিকার সম্পর্কে বেশি করে সচেতন করার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা মানব অধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি স্বপন চন্দ্র দাশ বলেন, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। ভারত হচ্ছে শান্তির দেশ, অগ্রগতির দেশ, সম্প্রতির দেশ ও ঐক্যের দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্যেই হচ্ছে ভারতের ভিত্তি ভূমি। যুগে যুগে ভারত সারা বিশ্বে শান্তির বাণী প্রচার করেছে। মানব অধিকার রক্ষায় জাতীয় মানব অধিকার কমিশন ও রাজ্য মানব অধিকার কমিশন কাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য