স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : জে.আর.বি.টি -র মাধ্যমে ১৯৮০ জনের মধ্যে ১০ জন অফার পেল অর্থ দপ্তরের এল.ডি.সি পদে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অফার তুলে দেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। মন্ত্রী বক্তব্য রেখে নতুন চাকরি প্রাপ্তদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বলেন জে আর বি টি -র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগলেও সম্পূর্ণ স্বচ্ছ ভাবে নিয়োগ হয়েছে।
আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জনের হাতে অফার তুলে দেওয়া হয়। আগামী দিনে তারা দপ্তরের হয়ে রাজ্যবাসী স্বার্থে কাজ করবে। তিনি আরো বলেন বিভিন্ন দপ্তরে যে কর্মী সংকট ছিল তা এই ১৯৮০ জন নিয়োগের মাধ্যমে পূরণ করা সম্ভব হচ্ছে। আগামী দিনের সরকারি কাজে গতি আসবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।