Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবিশালগড় থানা ঘেরাও করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

বিশালগড় থানা ঘেরাও করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : বিশালগড়ে আইন-শৃঙ্খলার অবনতির দিকে আঙ্গুল তুললো খুদ সরকার টিলার মানুষ। বিশালগড় বাইপাসে ছিনতাই -এর ঘটনায় পুলিশ ইজ্জত বাঁচাতে সাধারণ মানুষকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে সোচ্চার হল এলাকাবাসী। বৃহস্পতিবার বিদ্যুৎ সরকার নামে এক অভিযুক্তের হাত পা বেঁধে গাড়িতে করে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। শুভঙ্কর নামে এক ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেওয়ার জন্য বিশালগড় থানা ঘেরাও করলো এলাকাবাসী। গুরুতর অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীর বক্তব্যে।

তারা জানায় বেশ কয়েক মাস ধরেই বিশালগড় বাইপাসে চুরি, ছিনতাই -এর ঘটনা বাড়ছে। যাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা জমা দেওয়া হচ্ছে তাদের না ধরে পুলিশ এলাকার এক নেশা সেবনকারীকে থানায় এনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্ত বিদ্যুৎ সরকারকে আটক করে হাত-পা বেঁধে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। সাধারণ মানুষের আরো অভিযোগ পুলিশ বাইপাসে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। গত কয়েকদিন আগে বিশালগড় বাইপাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় অভিযুক্ত বিদ্যুৎ সরকার জড়িত। বিদ্যুৎ সরকার সহ তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে চাইছে না। অভিযুক্তরা বিশালগড় বাজার সহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। তারা পুনরায় এ ধরনের ছিনতাই -এর মতো ঘটনা সংঘটিত করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করছে এলাকাবাসী। তাই পুলিশের ভূমিকা এবার হাতে তুলে নিয়েছে এলাকাবাসী।

 যেখানেই অভিযুক্তদের পাবে কিভাবে হাত-পা বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে বাধ্য করবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, গত কয়েক মাসে বিশালগড় বাইপাসে চুরি, ছিনতাই -এর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। চরম অবনতি হয়েছে এলাকার আইনশৃঙ্খলা। সরকার এবং প্রশাসনের চরম গাফিলতি এবং প্রশ্রয়ের কারণে আতঙ্কে অপর নাম হয়ে উঠেছে বিশালগড় বাইপাস। সন্ধ্যার পর থেকে চলে অসামাজিক কার্যকলাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নেই নিয়মিত টহলদারি। কারণ পুলিশ তখন টহলদারি করলে হয়তো স্থানীয় কিছু রাঘব বোয়াল জালে উঠতে পারে। তাই পুলিশ উপর মহলের কথা অনুযায়ী কোন ধরনের দখলদারি চালাতে চাইছে না বাইপাসে। যার ফলে আতংক মানুষকে ঘিরে ফেলছে বিশালগড় বাইপাস। নেই কোন নিরাপত্তা। এমনটাই গুঞ্জন স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে। গত বুধবার রাতে বিধায়কের বক্তব্যে, বিধায়ক পুলিশের উপর আস্থা হারিয়ে বাইপাসের গিয়ে বলছেন কোন অসামাজিক কাজ দেখলেই উনাকে ফোন করার জন্য। বাইপাস নিয়ে লাগাতার অভিযোগ উঠলেও পুলিশ ঠুটু জগন্নাথ। এখন প্রশ্ন হল সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে বিশালগড়ে। সুশাসন গোটা রাজ্যে হলেও, সুশাসন হারিয়েছে বিশালগড়ে। প্রশ্ন কার মদতে ?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য