Saturday, January 25, 2025
বাড়িরাজ্যঅর্কেস্ট্রারের নামে তেলিয়ামুড়ায় উশৃংখলতা ও উদ্বামতা

অর্কেস্ট্রারের নামে তেলিয়ামুড়ায় উশৃংখলতা ও উদ্বামতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : অর্কেস্ট্রারের নামে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকাতে উশৃংখলতা ও উদ্বামতা চলছে। ঠিক এর পাশাপাশি সুপারস্টারের আড়ালে প্রায় প্রতিদিন চলছে ঝান্ডি মুন্ডা জুয়ার আসর। এমনটাই অভিযোগ।তেলিয়ামুড়া থানা এক্ষেত্রে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায়।

 কিন্তু তেলিয়ামুড়া থানা ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করলেও রঙ্গিয়াটিলা, তুইমধু সহ লক্ষীরাম হাটি এলাকার সমাজ সচেতন একাংশ মানুষ নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রকারের অনাচারকে বন্ধ করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। এলাকাবাসীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এলাকাবাসীর তরফ থেকে গত ৩ ডিসেম্বর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ লিপিবদ্ধ করে অর্কেস্ট্রারের আসর বন্ধ করার জন্য আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল ব্যাবস্থা গ্রহণ করা হবে, কিন্তু এতদিন অতিক্রম হতে চললেও তেলিয়ামুড়া থানার পুলিশ কোন ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য