স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : বিশালগড় মহকুমায় পুলিশ প্রশাসনের চরম গাফিলতিতে আইনশৃঙ্খলা প্রতিদিন প্রশ্নের মুখে। এ অবস্থায় ৮ পুলিশ অফিসারের বিরুদ্ধে নেওয়া হল কঠোর পদক্ষেপ। নির্দেশ দেওয়া হয় তাদের বেতন আটকে দেওয়ার জন্য। এর নির্দেশ জারি করেছেন জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি।
এবং এই গুণধর পুলিশ অফিসাররা হলেন মৃদুল মজুমদার, রাকেশ দেবনাথ, অসিৎ ভট্টাচার্যী, বিষ্ণুপদ ঘোষ, পার্থ সাহা, প্রদীপ নাট্য, জহরলাল দেববর্মা, অরুণ দেববর্মা। তারা সকলে সাবন্সপেক্টর এবং এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। তারা তিনটি মামলা তদন্তের ক্ষেত্রে গাফিলতি করেছেন। যার পরিনামে জেলা পুলিশ সুপারের এই নির্দেশিকা জারি করতে হয়েছে।