আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : দেশের পশ্চাদপদ শ্রেণি ও দলিত মানুষের কল্যাণে বাবাসাহেব ড. বি আর আম্বেদকর যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক। বুধবার ত্রিপুরা রাজ্য মিউজিয়াম, উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে বাবাসাহেব ড. বি আর আম্বেদকরের ৬৮ তম তিরোধান দিবস পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরও বলেন, ভারতরত্ন ও সংবিধান প্রণেতা বাবাসাহেব ড. বি আর আম্বেদকর সারাজীবন দেশের দলিত, অবহেলিত ও পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, বিচক্ষণ রাজনীতিবিদ, দার্শনিক ও বহুমুখী প্রতিভার আধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ড. আম্বেদকরের চিন্তাধারা, মত ও পথ ধরে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী দেশের পশ্চাদপদ শ্রেণি ও সমাজের অন্তিম ব্যক্তির আর্থ সামাজিক মান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরও রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা ও অধিকর্তা অসীম সাহা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার বিমল দাস, সদর মহকুমা শাসক অরূপ দেব, বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ছাত্রছাত্রীরাএবং বিভিন্ন সামাজিক সংস্থার বিশিষ্টজন।