স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ৬ ডিসেম্বর ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। বুধবার ৬৮ তম প্রয়ান দিবস উপলক্ষে ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
তাদের নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানান, আজ ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের প্রয়ান দিবস। তিনি দেশের জন্য চিন্তাভাবনা করছেন। তিনি দলিতদের কথা চিন্তা করতেন। তাদের কিভাবে আর্থিক ও সামাজিক উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করে গেছেন তিনি। পাশাপাশি তিনি দার্শনিক এবং রাজনীতিবিদ ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। উনার দেখানো দিশায় আগামী দিন দেশ এগিয়ে যাবে বলে জানান তিনি। মন্ত্রী সুধাংশু দাস বলেন, দেশের অন্যতম গর্বের মানুষ এবং সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস আজ।
তিনি আজও দেশবাসীর মন বিরাজমান। এদিকে প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ডঃ বি আর আম্বেদকর দেশের অখন্ডতা রক্ষা করতে কাজ করেছে। তিনি আজকের দিনও অত্যন্ত প্রাসঙ্গিক। তাই ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে দিনটি উদযাপন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, ডঃ বি আর আম্বেদকর আজীবন পিছিয়ে পড়া অংশের মানুষের স্বার্থে কাজ করে গেছেন। সমাজে অসম্যতা এবং পশ্চাৎপদ ও দলিতদের অগ্রণী ভূমিকা দিতে চেয়েছিলেন তিনি। দেশের সকলকে এক জায়গায় নিয়ে এসে উন্নয়ন করতে চেয়েছিলেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।