স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : অবশেষে গা ঝাড়া দিয়ে তদন্তে নেমে চোর ধরতে সক্ষম হলো কদমতলা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিল এক অভিযুক্ত চোর। কদমতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালায়। ধৃত চোরের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকার বলে জানায় পুলিশ।
আরো জানায়, ধৃত চোর দীর্ঘদিন যাবৎ কদমতলা, ধর্মনগর ও আগরতলা শহরের একাধিক জায়গায় চুরি কান্ডে জড়িত ছিল। তাছাড়া চুরি কান্ডেও সে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কদমতলা থানা সহ রাজ্যের অনান্য থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সে চুরি কান্ডে মাষ্টার মাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।পুলিশের ধারনা ধৃতকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে। বুধবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান কদমতলা থানার এ এস আই উদয়ং রিয়াং।