স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : প্রাক্তন মুখিয়ার আমলে ছিল রাজ্যে বাইক বাহিনী এবং হেলমেট বাহিনীর আস্ফালন। কিন্তু রবিবার রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় সহ চার রাজ্যের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজধানী আগরতলা শহরে ফের সক্রিয় হয়ে উঠল হেলমেট বাহিনী।
রাজ্যে বিধানসভা নির্বাচনের পর অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছিল হেলমেট বাহিনীর আস্ফালন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পর হেলমেট বাহিনীর আস্ফালন হ্রাস পায়। মাঝে কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও, রবিবার তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ফের আগরতলা শহরে সক্রিয় হয়ে উঠে হেলমেট বাহিনী। এইবার মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা অর্থাৎ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের লালমাটিয়ায় কংগ্রেস কর্মী বিশ্বজিৎ বণিকের দোকানে হামলা চালায় হেলমেট বাহিনী। দোকানে থাকা সিসি ক্যামেরায় হেলমেট বাহিনীর আস্ফালনের চিত্র ধরা পরে। হেলমেট পরিধান করা দুষ্কৃতিরা ভাঙচুর ও লুটপাট করে বিশ্বজিৎ বনিকের দোকানে। শুধুতাই নয় মারধর করা হয় দোকান মালিক বিশ্বজিৎ বনিককে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।