স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : এমবিবি কলেজের ছাত্র-ছাত্রী হওয়া সহজ বিষয় নয়। এমবিবি কলেজের ছাত্র-ছাত্রীরা গর্ব করা উচিত। এমবিবি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এমবিবি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এইডস আক্রান্তদের মধ্যে ছাত্র-ছাত্রিদের সংখ্যা অনেক বেশি। এইটা চিন্তার বিষয়
। ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করবে ছাত্র-ছাত্রিদের উপর। স্কুল কলেজে রেগিং-এর চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। রেগিং একটা ব্যাধি। সিনিয়র জুনিয়র সকলে মিলে থাকতে হবে। তবেই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য শপথ নিতে হবে ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা রাজ্যে নতুন করে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে লক্ষ একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত চার জনকে সহযোগিতা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে জাতীয় ফরেনসিক ইউনিভার্সিটি চালু হয়েছে। শিক্ষার উন্নয়নে ত্রিপুরা রাজ্যে কি কি কাজ করা হয়েছে তার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এখানে অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের এইডস সম্পর্কে সচেতন করা হয়।