স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : সোনামুড়ার বেজিমারা এস.সি কলোনির গভীর জঙ্গল থেকে একটি গরু সহ এক গরু চোরকে আটক করে এলাকার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুরের রাজারবাগ এলাকার বাসিন্দা মোবারক মিয়ার তিনটি গরু তিনদিন পূর্বে চুরি করে নিয়ে যায় সোনামুড়ার বেজিমারা এস.সি কলোনির খোকন দাস। পরে খোকন দাস গরু গুলি রাখার জন্য রবীন্দ্রনগরের জামাল হোসেনের কাছে দিয়ে যায়।
সোমবার সোনামুড়া বেজিমারা এস.সি কলোনির লোকজন রাবার বাগানে যাওয়ার পর দেখতে পায় রবীন্দ্রনগরের জামাল হোসেন এবং খোকন দাস গরুগুলিকে নিয়ে বসে আছে। এলাকাবাসিরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোন কিছু বলতে পারেনি। এতে এলাকাবাসীদের সন্দেহ হয় গরুগুলি চুরির গরু। তখন জামাল হোসেনকে আটক করে এলাকাবাসিরা। তারপর খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থল গিয়ে ধৃত জামাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।