Monday, March 24, 2025
বাড়িরাজ্যখোয়াই সফরে গিয়ে সমাজপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক

খোয়াই সফরে গিয়ে সমাজপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : শনিবার খোয়াই মহকুমা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন সকালে খোয়াই সফরে গিয়ে তিনি প্রথমে চলে যান ওয়ারেং বাড়িতে। সেখানে গিয়ে দেখা করেন ২০১৬ সালে পাকিস্তানের উগ্রবাদীদের দ্বারা কাশ্মীরে শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের লোকজনদের সঙ্গে। চিত্ত দেববর্মার শহীদ বেদীতে গিয়ে শ্রদ্ধা জানান।

চিত্ত দেববর্মার বাড়িতে মুখ্যমন্ত্রী ছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন চিত্ত দেববর্মার বাড়িতে শহিদের পরিবারের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেন। তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শুনেন। সমস্যা গুলি সমাধান করার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন শহীদ জওয়ানকে স্মরণ করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলা শাসক চন্দ্রানি চন্দ্রন, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। পরে সেখান থেকে ধূপছড়া সুরজিৎ দেববর্মার বাড়িতে গিয়ে এলাকার সমাজ পতিদের নিয়ে বৈঠক করেন। এলাকার সমাজ পতিদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে উত্তরীয় দিয়ে এবং পুষ্প স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

 তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন জনজাত অংশের মানুষের জন্য শুধু নয় তাদের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়, কলেজ, বোর্ডিং এমনকি টেট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালে রাজ্য থেকে দুটি আসন মোদি সরকারকে উপহার হিসেবে তুলে দিতে হবে। এর জন্য গ্রাস রুট লেভেল থেকে কাজ করে আসতে হবে। এর জন্য দরকার পৃষ্টা প্রমুখ, বুথ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে দেওয়া। এবং দলের উপর আস্থা রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিপরা মাথা দল থেকে ১৭ জন ভোটার মুখ্যমন্ত্রী হাত ধরে বিজেপি দলে সামিল হয়। তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে খোয়াই বাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য