Saturday, January 25, 2025
বাড়িরাজ্যমেলাঘরের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মেলাঘরের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : শুক্রবার সকালে সিপাহীজলা জেলার মেলাঘরের ঠাকুরপাড়ার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় একসাথে বৃদ্ধ পিতা ও তার স্ত্রী সহ দিব্যাঙ্গন যুবতীর আত্মহত্যার ঘটনার সামনে উঠে এসেছে। এই রোমহর্ষক ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা তদন্তে নেমে অন্ধকারে হাত ঢিল ছুড়ছে।

 তবে বিভিন্ন মহল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভাব অনটন ও মানসিক অবসাদ থেকে একই পরিবারের তিনজন বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ তুলছে। এবং এই অভিযোগ উঠার পর শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান মেলাঘরের ঠাকুরপাড়া একটি পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য প্রকাশিত সংবাদটি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন এটা হৃদয়বিদারক এবং অনভিপ্রেত ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গেছে এই মৃত্যুর সাথে আর্থিক সংকটের কোন যোগাযোগ নেই। ইতিমধ্যে সিপাহীজলার জেলা শাসককে তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য