Friday, January 24, 2025
বাড়িরাজ্যসরকারিভাবে ধান ক্রয় করার মূল্য বৃদ্ধি : রতন

সরকারিভাবে ধান ক্রয় করার মূল্য বৃদ্ধি : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : সরকারিভাবে ধান ক্রয় করার মূল্য বৃদ্ধি করল সরকার। প্রতি কেজিতে ধান ক্রয় করা হবে ২১ টাকা ৮৩ পয়সা মূল্যে। শনিবার মহাকরণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত মহকুমা শাসক, ডিডিএ, এসএ খাদ্য দপ্তরের মহকুমা স্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

  উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী  সুশান্ত চৌধুরী, খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্রকুমার সহ অন্যান্যরা। বৈঠক শেষে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের মানুষ দীর্ঘ সময় ধরে চেয়েছিল সরকার যাতে সহায়ক মূল্যে ধান ক্রয় করে। সেদিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে রাজ্য খাদ্য স্বয়ং ভর এবং কৃষকদের আয় বৃদ্ধি হচ্ছে। এবং যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে আইসিআরকে বলা হয়েছে খুব কম সময়ের মধ্যে ফসল উৎপাদন করার ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য। এতে উপকৃত হবে রাজ্যের চার লক্ষ ৭২ হাজার কৃষক। আগামী দিনে যাতে কোন খালি জমি না থাকে তার জন্য সরকার কৃষকদের উৎসাহিত হচ্ছে। তাহলে সারা দেশের মধ্যে রাজ্য কৃষি প্রথম স্বয়ংভর রাজ্য হবে ত্রিপুরা। এবং কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার মূল্য প্রতি কেজি ২১ টাকা ৮৩ পয়সা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে সারা রাজ্য ৩১ জানুয়ারির মধ্যে ধান ক্রয় করে লক্ষ্য পূরণ করা হবে। এর জন্য রাজ্যে রয়েছে ৪৯ টি ধান ক্রয় করার কেন্দ্র। কৃষকদের কাছ থেকে ৪০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরো বলেন, রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা। বর্তমান সরকারের ধান ক্রয়ের ফলে গোটা রাজ্যের ধান চাষীরা উপকৃত  হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য