স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে এবছর ১৬ তম আগরতলা পুস্তক মেলা হবে। ২০০৫ সালে শুরু হওয়া মেলা করোনার জন্য মাঝে তিন বছর বন্ধ ছিল। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান আয়োজকরা। গিল্ডের সহ-সভাপতি শুভব্রত দেব জানান পুর নিগম থেকে অনুমতি মিলেছে শিশু উদ্যানের উত্তর-পূর্ব অংশে হবে মেলা।
সেখানে প্রায় ৪০ টির মতো স্টল থাকবে। স্থানীয় ও কিছু আমন্ত্রিত প্রকাশনার স্টল থাকবে। ৭ ডিসেম্বর শুরু হয়ে পুস্তক মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক অজিত দেববর্মা, প্রাক্তন সম্পাদক দেবানন্দ দাম, প্রাক্তন সভাপতি রঘুনাথ সরকার সহ অন্যরা। নতুন বইও প্রকাশ করা হবে বলে জানান তারা। ‘দীপানি বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার এবছর পাচ্ছেন রাজ্যের বরিষ্ঠতম সাহিত্যিক তথা কথাশিল্পী সুবিমল রায়।