স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : দীর্ঘ ছয় বছর ধরে বামেরা অভিযোগ তুলছে বিজেপি ও আই পি এফ টি জোট সরকারের আমলে অভাব অনটনের যন্ত্রণায় মানুষ সন্তান বিক্রি করছে এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সে অভিযোগ দীর্ঘ পাঁচ বছর বর্তমান সরকার ভিত্তিহীন বলে নানা পরিভাষায় ঠেলে দিলেও এবার সেই অভিযোগ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে বামেরা। সম্প্রতি মুঙ্গিয়াকামী বংশীপাড়ায় দেড় দিনের শিশুকন্যা অভাবের তাড়নায় ৩০ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছিল।
এদিকে শুক্রবার মেলাঘরে একই ঘর থেকে উদ্ধার হয়েছে হতদরিদ্র পরিবারের মা-বাবা এবং মেয়ের মৃতদেহ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাম যুব সংগঠন এবং ছাত্র সংগঠন গুলি যৌথভাবে ময়দানে ঝাঁপিয়েছে। রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় বিজেপি -র সুশাসনের প্লে কার্ড পুড়িয়ে বিক্ষোভ দেখায়। উপস্থিত ডি.ওয়াই.এফ.আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সন্তান বিক্রি অব্যাহত রয়েছে। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে অভাবে তাড়নায় আত্মহত্যার যে দৃশ্য পরিলক্ষিত হতো, সেটা এখন পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরা রাজ্যে।
এর উদাহরণ স্বরূপ তিনি বললেন মেলাঘরের ঘটনা এবং মুঙ্গিয়াকামীর ঘটনা। মেলাঘরে একই সাথে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আর জনগণের করের টাকা দিয়ে বর্তমান সরকারের মন্ত্রীরা সুশাসনের অনুষ্ঠান করছে। তাই সরকারের ঘুম ভাঙাতে রাজপথে দাঁড়িয়ে কুশাসনের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, সরকার যদি অভাব অনটন বন্ধ না করে তাহলে কুশাসন বন্ধ করে সুশাসন ফিরিয়ে আনতে আগামী দিনেও ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ আন্দোলন জারি রাখবে।