স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : বৃহস্পতিবার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের কামান চৌমুহনীতে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর সকলকে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, সরকারের সংকল্প বিকশিত ভারত।
এবং নরেন্দ্র মোদি সরকার মানেই গ্যারান্টি। বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য হলো বেনিফিসিয়ারি স্কিম গুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পুষ্টিকর খাবার এবং গুণগত শিক্ষা সহ বিভিন্ন মৌলিক অধিকার গুলি মানুষের জন্য এই কর্মসূচি সরকার গ্রহন করেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে সরকার অগ্রসর হচ্ছে। প্রতি ঘরে সুশাসন পৌঁছাতে সরকার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া মূল লক্ষ্য সরকারের। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই সমর্পণ যাত্রা। যারা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে অবগত নয় তাদের মধ্যে এই সুযোগ সুবিধা গুলি পৌঁছে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।