স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় দুটি গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক পিজির। ঘটনায় বিলোনীয়া আদালত চত্বরে। ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিলোনীয়া আদালতের সেশন জার্জের পিজি জয়দেব দাস নিজ সার্ভিস রিভলবার থেকে নিজের মাথায় দুইটি গুলি করে।
আশংকাজনক অবস্থায় তাকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রেফার করে জিবি হাসপাতালে। জানা গেছে তার শরীরে এখনো গুলি রয়ে গেছে। কেন নিজের রিভলবার থেকে নিজে গুলি করে আত্মঘাতী হতে চেয়েছেন তা জানা যায়নি। তার অবস্থা সংকট জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।