Sunday, September 8, 2024
বাড়িরাজ্যতিন দফা দাবিতে বাম যুবদের মিছিল আগরতলায়

তিন দফা দাবিতে বাম যুবদের মিছিল আগরতলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : নেশা ও মানব পাচারের বাড়বাড়ন্ত বন্ধ করা, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দপ্তরের শূন্যপদ পূরণ করা এবং ক্রীড়া সংস্থাগুলিকে দুর্নীতি ও গেরুয়া মুক্ত করার দাবিতে ডি.ওআই.এফ.আই এবং টি ওয়াই এফ পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। ছাত্র যুব ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়। উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই রাজ্য সম্পাদক নবারুণ দেব।

তিনি বলেন রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে চরম সংকট সৃষ্টি হয়ে আছে। কারণ রাজ্যের বহু স্কুলের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং হাসপাতাল গুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব। এবং বেকারদের কৌশল করে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের মেধা নষ্ট করে দেওয়ার জন্য স্কুল গুলির মধ্যে এই চরম শিক্ষক সংকট তৈরি করে রেখেছে। বর্তমানে টেট পরীক্ষা পর্যন্ত স্থগিত করে রেখেছে। বিগত বছরের এস টি জি টি -র ফলাফল প্রকাশ করছে না। তাই সরকার যাতে শূন্য পদগুলি দ্রুত পূরণ করে তার দাবিতে এদিন বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য