স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : দলীয় নীতি, মূল্যবোধ, দলীয় আদর্শ উলঙ্গন এবং দল বিরোধী কার্যকলাপের গুরুত্ব অনুধাবন করে প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিককে ছয় বছরের জন্য বহিষ্কার করলো প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি এক বিবৃতিতে প্রকাশ করেছেন অরুণচন্দ্র ভৌমির দীর্ঘদিন ধরে দল বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। বিষয়টি প্রত্যক্ষ করছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। এবং তাঁর এই ধরনের কার্যকলাপে অসন্তুষ্ট প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দিল্লির অনেকে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছাতে হলো দলের শীর্ষ নেতৃত্বকে।
দলীয় সূত্রের খবর অরুণচন্দ্র ভৌমিককে বহুবার দল বিরোধী কার্যকলাপের জন্য বাতাও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলো প্রদেশ বিজেপিকে। যদিও তিনিও দলের প্রতি অতিষ্ঠ হয়ে আছেন। ২০১৮ সালের বহু আশা নিয়ে সরকার প্রতিষ্ঠিত করার একজন সৈনিক হলেও বহু ঘাত-প্রতিঘাতে তিনি আহত হয়েছেন। বেশ কয়েকবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন আকার ইঙ্গিতে। শেষ পর্যন্ত তিনি দল থেকে বহিষ্কার হলেন।