স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার সরজমিনে পরিদর্শন করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কথা বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সরকারের নিকট দাবি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে রাজধানীর বটতলা বাজারে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৪০ থেকে ১৫০ টি দোকান। এই ঘটনার একদিন পর অর্থাৎ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বটতলা বাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন বাজার কমিটির সদস্য সদস্যা সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে থাকার আশ্বাস দেন। এবং তাদেরকে সমবেদনা জানান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বটতলা বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা কল্পনার বাইরে। ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কোন কিছু রক্ষা করতে পারে নি।
তিনি সরকারের নিকট দাবি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক। একই সাথে তিনি বৈজ্ঞানিক ভাবে বটতলা বাজারকে নির্মাণ করার দাবি জানান। তিনি আরও বলেন বিধানসভা অধিবেশনের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা না হলে এই বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন করবেন। বটতলা বাজার আধুনিকরণের পাশাপাশি মহারাজা বীর বিক্রম বাহাদুরের শ্মশান ঘাটটিও সংস্কারের দাবি জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এইদিন বিরোধী দলনেতার সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা।