স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : নয়া দিল্লী রেলওয়ে স্টেশনে রাজ্যের তীর্থযাত্রী গীতা দাসের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে এক লক্ষাধিক টাকা সহযোগিতা করা হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করে সমবেদনা জানিয়ে এই খবর জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।রেলওয়ে কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে আটকে পড়া অন্যান্য তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান মু্খ্যমন্ত্রী।