স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের দুই দিন ব্যাপী সপ্তম ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন শেষ হয় রবিবার। এদিন সম্মেলন শেষে মেলারমাঠ সংগঠনের অফিসে নতুন কমিটি সাংবাদিক সম্মেলন করেন।
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সহ অন্যরা। সম্মেলন থেকে নয়া জাতীয় শিক্ষা নীতির নামে শিক্ষাকে যেভাবে বানিজ্যিকিকরণ করা হচ্ছে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে গৃহীত ৯ টি প্রস্তাব নিয়ে আন্দোলন সূচি নেওয়া হবে বলে জানান সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক। শনিবার প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আগরতলা টাউন হলে সম্মেলন শুরু হয়েছিল।
সম্মেলনে ১৬৭ জনের রাজ্য পরিষদ, ৪৪ জনের কার্যকরী কমিটি এবং ২২ জনের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী গঠিত হয়। নবনিযুক্ত কার্যকরী কমিটির সভায় আগামীদিনে লড়াইয়ের প্রত্যয় নিয়ে টি.জি.টি.এ -এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন যথাক্রমে পুলিন ত্রিপুরা, আশিষ চৌধুরি ও গৌতম দেবনাথ। আশিস চৌধুরী বলেন, বর্তমানে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি হওয়ায় অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের বিদ্যাজ্যোতি প্রকল্পের বাইরে স্কুলগুলির মধ্যে নিয়ে আসছে। তিনি আরো জানান, সরকার নয়া শিক্ষা নীতির নামে বিভাজন, সাম্প্রদায়িকরণ সৃষ্টি করছে। এর থেকে বের হয়ে আসতে আহ্বান জানান তিনি।