স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : শ্রমিকদের স্বার্থে লড়াই করার জন্য আগের সরকার খাদ্য গুদামের শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড় করাতো। কিন্তু বর্তমান সরকারের আমলে শ্রমিকদের লাইনে দাঁড়িয়ে আন্দোলন করতে হয় না। এবং বঞ্চিত হতে হয় না। যারা সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে দায়িত্বের সাথে পালন করে তাদের কথা সরকার সবার আগে চিন্তা করে।রবিবার বটতলা টি.আর.টি.সি -তে খাদ্য, জনসংবরন ও ক্রেতা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত প্রথম ত্রিবার্ষিকীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রেখে এই কথা বলেন খাদ্য ও জনসভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, শ্রমিকরা রেশন ব্যবস্থা সচল রাখতে বড় ভূমিকা পালন করছে। তাই শ্রমিকরা যখন গিয়ে উনার কাছে দাবি করেন তারা পূজার বোনাস পায় না, তখন সাথে সাথে অধিকর্তার সাথে কথা বলে খাদ্য গুদামের শ্রমিকদের বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ২০০০ টাকা বোনাস দিয়ে কিছু হয় না। কিন্তু শ্রমিকদের কথা মাথায় রেখে সরকার অনুমোদন দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের অবহিত করা যে তাদের পাশে সরকার রয়েছে। কারণ শ্রমিকরা পরিশ্রম করে। তাদের মধ্যে যদি তৃপ্তি না থাকে তাহলে সরকারের কাজকর্মের অগ্রসর হবে না। তাহলে রাজ্যেও এগিয়ে যেতে পারবে না। তাই শ্রমিকদের উৎসাহ করতে এবং দায়িত্বের সাথে কাজকর্ম করতে দূর্গা পূজায় বোনাস দেওয়া হয়েছে। আগামী দিন শ্রমিকদের জন্য আরো কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যায় সে বিষয়টাও সরকার মাথায় রাখবে বলে জানান। আয়োজিত সম্মেলনের আগে আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত হয় শ্রমিকদের। মিছিলে শ্রমিকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।