স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : আগরতলা প্রেস ক্লাব রাজ্যের শিল্প-সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসাবে পরিগণিত। অপরদিকে বাংলা সংস্কৃতি বলয় একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। যারা বাংলা সংস্কৃতি অঙ্গনের গভীরে গিয়ে চর্চা করছে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাব ও বাংলা সংস্কৃতি বলয়ের যৌথ উদ্যোগে শারদীয়া সম্মিলনী অনুষ্ঠান আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন শারদীয়া সম্মিলনী অনুষ্ঠান শরৎ কালে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনে এইটা হেমন্ত কালে করা হচ্ছে। তবে হেমন্ত কালও সংস্কৃতি চর্চার একটা বিশেষ সময়। কারন এই সময় নবান্ন হয়। নবান্নের পর নতুন ধান ঘরে উঠে। এই সময় সাংস্কৃতিক চর্চা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।