স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : অবৈধ গাঁজা চাষের মৃগয়াক্ষেত্র হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য। ফলে প্রশাসনিক উপেক্ষা করেও রাজ্য থেকে নিষিদ্ধ গাঁজা পাচার যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। রবিবার সকালে ত্রিপুরা থেকে অসমে পাচারের মুখে একটি কন্টেনার গাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করল বাজারিছড়ার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ। এতে আটক করা হয় লরি চালককেও।তার নাম আব্দুল ওয়াহিদ।
বাড়ি কাছাড়ের গুমড়ায়।জানা যায়, এদিন সকালে অনলাইন সামগ্রী বহনকারী খালি কন্টেনার লরি ত্রিপুরা থেকে অসমের চুরাইবাড়িতে পৌছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। এতে লরির ভিতরে থাকা খুচরো সামগ্রীর আড়াল থেকে একটি লাল রংয়ের ল্যাগেজ ব্যাগ উদ্ধার হয়। এর থেকে বিভিন্ন প্যাকেটে দশ কেজি ছয়শো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারী মুল্য প্রায় এক লক্ষ টাকা হবে। এ কান্ডে ধৃতের বিরুদ্ধে পুলিশের পক্ষে এন.ডি.পি.এস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।