স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে রবিবার রাজধানীর সিটি সেন্টারে বিক্ষোভ দেখায় বেকার যুবকরা। তাদের অভিযোগ ২০২২ সালে ৭ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
যথারীতি ফিজিক্যাল এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গত ১১ মাস ধরে মৌখিক পরীক্ষা না নিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে। এরই প্রতিবাদে এদিন জমায়েত হয়েছে চাকরি প্রত্যাশীরা। তারা জানান লিখিত পরীক্ষায় বসেছে মোট ১,৮০০ জন চাকরি প্রার্থী। কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রাখায় বর্তমানে তারা দুর্চিন্তায় ভুগছে। তাদের দাবি চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।