স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার আগরতলা শহরে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংঘটিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক নেতা বিপ্লব কর।
তিনি জানান খাদ্য গুদাম শ্রমিকদের এই প্রথমবার দুর্গাপূজাতে বোনাস দেওয়া হয়েছে। তাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে। শ্রমিকদের স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি।