স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : রাজধানীর ধলেশ্বর তিন নম্বর রোডের বিপ্লব ভৌমিকের বাড়ি থেকে গত ১২ নভেম্বর চুরির ঘটনায় আরো একজন চোরকে জালে তুলল পুলিশ। রবিবার পূর্ব আগরতলা থানার পুলিশ বিক্রম দাস কে জালে তুলে আরো দুজনের নাম জানতে পেরেছে। সেই দুজন চোর বর্তমানে পলাতক।
পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই চোরের নাম জন সম্মুখে প্রকাশ করেনি। তবে অভিযুক্ত চোর বিক্রম দাসের কাছ থেকে একটি স্বর্ণের চুরি এবং কানের দুল উদ্ধার করেছে। যার বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা বলে জানান থানার ওসি। তিনি আরো জানান বিক্রম দাস কে জালের তুলতে পুলিশ আগে কৃষ্ণ এবং জাহাঙ্গীর মিয়া নামে দুজনকে জালে তুলেছিল। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বিক্রমকে জালে তুলতে সফল হয়েছে পুলিশ। বাকি পলাতক দুই চোরকে দ্রুত জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন ওসি। এবং বাকি স্বর্ণালংকার পলাতক দুই চোরের কাছে রয়েছে বলে পুলিশের ধারণা।