Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সপ্তম ত্রি- বার্ষিক রাজ্য সম্মেলন

ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সপ্তম ত্রি- বার্ষিক রাজ্য সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : শনিবার থেকে আগরতলার টাউন হল শুরু হল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সপ্তম ত্রি বার্ষিক  রাজ্য সম্মেলন। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুদিন ব্যাপী এই রাজ্য সম্মেলন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টি জি টি এ -এর সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি। এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত প্রকাশ্য সমাবেশে  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চিত্র একই। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল ১৯৭৭ সালে। আর ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল ১৯৭৮ সালে।

 বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার ফলে কৃষক, শিক্ষক, কর্মচারী, শিল্প প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। কিন্তু আজ কোন রাজ্যেই বামফ্রন্ট সরকার নেই। বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় কতটুকু উন্নয়ন হয়েছিল আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ তা পর্যালোচনা করছে। ত্রিপুরাতে মিথ্যা প্রচার দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কেন্দ্রে এবং রাজ্যে যদি ডবল ইঞ্জিন থাকে তাহলে রাজ্যের উন্নয়ন অনেক বেশি সম্ভব। বিভিন্ন দুর্নীতির বিষয়কে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। ত্রিপুরাতে বস্তা বস্তা টাকা বিলি করা হয়েছে।

মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাবে ভোট কেনা হয়েছে। ঠিক একই ভাবে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা চ্যুত করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হয়েছিল। মিথ্যা প্রচার করে বিদেশী টাকা নিয়োজিত করা হয়েছিল।কারণ বামপন্থীকে সবচেয়ে বেশি ভয় পায় সাম্রাজ্যবাদী শক্তি। সব থেকে বেশি ভয় পায় ফ্যাসিস্ট শক্তি। রীতিমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বিধলেন তিনি। রাজ্যের মোট ২৩ টি মহকুমা কমিটি থেকে ৬৬০ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত হন এই রাজ্য সম্মেলনে। উপস্থিত ছিলেন এস টি এফ আই এর সহ-সাধারণ সম্পাদক সুকুমার পাইন, টি ই সি সি এর সাধারণ সম্পাদক স্বপন বলসহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত নেতৃত্ব সকলেই বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্য সমাবেশে আলোচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য