স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। আগামী ডিসেম্বর মাসে রাজ্য সফরে আসতে চলেছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যে দলীয় প্রস্তুতি নেওয়া কাজ শুরু করেছে প্রদেশ নেতৃত্ব।
এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, শনিবার ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে কংগ্রেস কিভাবে সক্রিয় ভূমিকা পালন করা হবে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে রাজ্য সফরে আসতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সফরসূচি সহ রাজভবন অভিযান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।