স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : রাজ্যের যুব সমাজকে যাতে নেশা থেকে বের করে আনা যায়, তার জন্য সকলকে সহযোগিতা করতে হবে। এবং আগামী দিনে বিশ্বের মধ্যে ভারতকে বিশ্ব গুরু করতে বর্তমান যুব সমাজকে বড় ভূমিকা পালন করতে হবে। বক্তা মন্ত্রী টিংকু রায়। শনিবার এমবিবি ক্লাব সংলগ্নে একটি সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, সমাজকে সুস্থ রাখার সকলের নৈতিক দায়িত্ব। এ সরকারের লক্ষ্য সমাজকে পরিবর্তন করা। সদ্য সমাপ্ত দুর্গাপূজা ও কালী পূজা এর প্রকৃত উদাহরণ। পূজার দিনগুলিতে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। মহালয়ার পর থেকে বিভিন্ন পূজো মণ্ডপ উদ্বোধন হয়ে যায়। এবং ক্লাবগুলি সমাজের অন্তিম ব্যক্তিদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। এটাই সমাজের পরিবর্তন বলে দাবি করেন রাজীব ভট্টাচার্য। পরে সকল অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।