স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : প্রদেশ বিজেপি -র পক্ষ থেকে ২০,২১ ও ২২ নভেম্বর মিউনিসিপালিটি কর্পোরেশনের আরবান লোকাল বডির জনপ্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে রাজ্যের মানুষের আস্থা রয়েছে বিজেপির উপর।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান কেন্দ্রীয় কমিটির সদস্য স্মিতা নাথ। তিনি জানান আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে মানুষের কাছে সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে এই এক দিবসীয় বৈঠক বলে জানান তিনি।