স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : বৃহস্পতিবার লঙ্কামুড়া ভূমিহীন কলোনি এলাকায় জলের পাম্প মেশিনের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসের উদ্যোগে এলাকায় পাম্প মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়। সে অনুযায়ী ৩৫ লক্ষ টাকা ব্যয় করে এলাকায় পাম্প মেশিন বসানো হয়েছে।
এতে করে এলাকার একশো কানি জমির ফসল উৎপাদন করতে কৃষকদের কোন সমস্যাই পড়তে হবে না। বিশেষ করে উপকৃত হবে এলাকার প্রায় তিন শতাধিক পরিবার। এর জন্য প্রাক্তন বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানানোর মেয়র দীপক মজুমদার। মানুষের সমস্যার সমাধান করার জন্য সরকার কাজ করছে। সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র।