স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : অডিট সপ্তাহ উপলক্ষে এজি অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, রাজ্য সরকার, আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
এই বৈঠকের মাধ্যমে আলোচনা হয় উন্নয়নের জন্য যে অর্থরাশি প্রদান করা হয়েছে সেগুলি সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এবং কোন ধরনের দুর্নীতি রয়েছে কিনা সে বিষয়টা এই বৈঠকের মাধ্যমে খতিয়ে দেখা হয়। এ ধরনের সাংবিধানিক পরিকাঠামো বিগত দিনে ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের আমলে সাংবিধানিক পরিকাঠামো পুনরায় গড়ে তোলে উন্নয়নমূলক কাজের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।