Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমাদক দ্রব্য অভিযানে গিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

মাদক দ্রব্য অভিযানে গিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : মাদক দ্রব্য অভিযানে গিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিএসএফের জি ব্রাঞ্চের এক অফিসারের বিরুদ্ধে। ঘটনা কলমচৌড়া থানাধীন ভেলোয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার লিটন মিয়ার বাড়িতে।

ঘটনার বিবরণে জানা যায়, কলমচৌড়া থানাধীন ভেলোয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার লিটন মিয়ার বাড়িতে ১৫০ ব্যাটেলিয়ান বি.এস.এফ ও কলমচৌড়া থানার পুলিশ অভিযান চালায়। তার বাড়িতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ২০১ বোতল ফেনসিডিল, তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট সহ প্রচুর পরিমান গাঁজা উদ্ধার হয়। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ ও বিএসএফ। অভিযান শেষে কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফ মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাড়ির মালিক লিটন মিয়াকে থানায় নিয়ে এসে ঘটনার জোড় জিজ্ঞাস ও তদন্ত করে।

 পরে তার নামে কলমচৌড়া থানায় একটি এনডিপিএস মামলা লিপিবদ্ধ করা হয়। এবং তাকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়।অভিযানে ছিলেন বিএসএফের উদ্ধোধন কর্তৃপক্ষ সহ কলমচৌড়া থানার পুলিশ। তবে এই মাদকদ্রব্য অভিযানের পাশাপাশি চুরির অভিযোগ উঠে বি এস এফ -র বিরুদ্ধে। বাড়ির মালিক লিটন মিয়ার স্ত্রী শিল্পী আখতার জানান, রাতে তার স্বামী বাড়ির সামনে থাকা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সাথে সাথেই কয়েকজন বিএসএফ জওয়ান সহ বিএসএফের জি -ব্রাঞ্চের একজন অফিসার বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে ফেলে। এবং দোকানে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয়। তার স্ত্রী শিল্পী আক্তার এই ঘটনার প্রতিবাদ করতে চেষ্টা করলে বি এস এফ -এর এক অফিসার তাকে সরিয়ে দেয়। পরে তিনি জানান তার ঘরের ভিতর খাটের বক্সের মধ্যে থাকা নগদ দুই লক্ষ টাকা বিএসএফের জি ব্রাঞ্চের এক অফিসার তার পকেটে নিয়ে নেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অভিযুক্তের স্ত্রী কলমচৌড়া থানায় মৌখিকভাবে ও পরে  কলসিমুড়া বিওপিতে অবস্থানরত জি ব্রাঞ্চের ইন্সপেক্টর নামে একটি লিখিত অভিযোগ করেন। এখন দেখার বিষয় পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য